
পৃথিবীর ১০ দূষিত শহরের নয়টিই ভারতে

পৃথিবীর শীর্ষ ১০০ দূষিত শহরের তালিকা নিয়ে সংবাদ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। দেখা গেছে, শতকের মধ্যে ৯৪টি শহরই ভারত, পাকিস্তান ও চীনের। আবার শীর্ষ ১০ দূষিত শহরের মধ্যে নয়টিই ভারতের। সোমবার (২২ নভেম্বর) এসব জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, দূষণের শীর্ষে রয়েছে চীনের হোটান শহর, বাকি নয়টি ভারতের। এগুলো হচ্ছে, গাজিয়াবাদ, বুলন্দশহর, বিশরাক জালালপুর, ভিওয়াদি, নইদা, গ্রেটার নইদা, কানপুর, লখনৌ এবং দিল্লি। এয়ার কোয়ালিটি ট্র্যাকার ব্যবহার করে এ তালিকা করা হয়েছে।
২০১৯ সালে ভারতে বায়ুদূষণের কারণে ১৬ লাখের বেশি মানুষ মারা গেছে। ২০টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে পনেরটি ভারতের, বেশিরভাগই উত্তরে। খড় পোড়ানোর কারণে শরৎ এবং শীতকালে এ অঞ্চলে দূষণ বাড়ে।
Originally posted 2021-11-23 00:46:32.