নতুন বাস্তবতায় পুরনো রূপে ফিরেছে ঢাকা

কেউ আপাদমস্তক সুরক্ষা সামগ্রীতে মুড়ে, কেউবা মাস্ক ও গ্লাভস পরে রাস্তায় নেমে এসেছেন নতুন বাস্তবতায়। আর তাদের পদভারেই স্বরূপে ফিরতে শুরু করেছে রাজধানী। যদিও গণপরিবহন চালু না হওয়ায় প্রথম কর্মদিবসে ছন্দপতন হয়েছে অনেকের।

বাহন না থাকায় অফিসগামী মানুষের জন্য অঘোষিত লকডাউন শেষে প্রথম সকালটি ছিল ভোগান্তির। বিকল্প হিসেবে যারা গাদাগাদি করে সিএনজি চালিত অটোরিকশায় চড়েছেন তাদের জন্য ছিল স্বাস্থ্যঝুঁকিও। আর মিটারের অতিরিক্ত টাকা গুনাতো পুরানো কাসুন্দি।

৬৬ দিন সাধারণ ছুটির পরে রাজপথের দীর্ঘ যানজট সামাল দিতে আবারও হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। সবার কাছে পিপিই, মাস্ক আর গ্লাভস এখন দৈনন্দিন চলার পথের অবিচ্ছেদ্য অংশ।

সোমবার চালু হবে রাজধানীর গণপরিবহন। ৬০ ভাগ বেশি ভাড়াগুণে স্বাস্থ্যবিধি রক্ষার মূল্য চুকাতে হবে যাত্রীদের। তারপরও যাত্রা ঝুঁকিমুক্ত হবে কিনা সে সংশয় রয়েই গেছে নগরবাসীর মনে।

Originally posted 2020-05-31 19:23:51.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *