দূষিত শহরের তালিকায় ফের ঊর্ধ্বমুখী ঢাকা

লকডাউনের কারণে বিশ্বে কমে এসেছিলো দূষণের মাত্রা। দূষণের নগরী হিসেবে পরিচিত ঢাকাও ছিলো এর অন্তর্ভুক্ত। কিন্তু লকডাউন শিথিলের সঙ্গে সঙ্গে আবারো আগের অবস্থানে ফিরে যাচ্ছে ঢাকা শহর।

রোববার (১৭ মে) সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) স্কোর ১২৪ নিয়ে বিশ্বে দূষিত শহরের তালিকায় ৭ম স্থানে উঠে এসেছে ঢাকা। যা ‘সংবেদনশীল গ্রুপের জন্য অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।

মাত্র একদিনের ব্যবধানে সকালে বাংলাদেশের রাজধানীর বাতাসের এই অবনতি হলো। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একিউআই স্কোর কমতে থাকে ঢাকার।

এর আগে শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে ৬৪ স্কোর নিয়ে ২৮তম অবস্থানে ছিল ঢাকা। যা ঢাকার বাতাসের মানকে ‘সহনীয়’ বলে নির্দেশ করে।

এদিকে তালিকায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে দিল্লি, লাহোর এবং সাংহাই।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে তথ্য দেয়। এছাড়া মানুষের জন্য এটা কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। আর একিউআই স্কোর ৫১ থেকে ১০০ হলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেওয়া হয়। খবর: ইউএনবি

Originally posted 2020-05-18 06:26:46.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *