
তিনদিনে রাজধানীতে প্রবেশ করেছে ২৩ লাখ মানুষ

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, গত তিনদিনে ঢাকায় প্রায় ২৩ লাখ মানুষ প্রবেশ করেছে। এরমধ্যে সোমবার (১৭ মে) একদিনেই প্রবেশ করেছে ১২ লাখের বেশি মানুষ। দেশের বিভিন্ন প্রান্তে ঈদ করতে যাওয়া এসব মানুষ এখনও রাজধানীতে ফিরছেন।
ঢাকা ছেড়ে যাওয়া এবং ফেরত আসা মানুষের মোবাইল ফোন অপারেটরের তথ্যভাণ্ডার ও কল প্রবণতা বিশ্লেষণ করে মঙ্গলবার (১৮ মে) তিনি এ তথ্য জানান।
মোস্তাফা জব্বার বলেন, মোবাইল ফোন ব্যবহারকারীদের তথ্য বিশ্লেষণ করে জানা যায়- গত তিনদিনের মধ্যে সোমবার সবচেয়ে বেশি মানুষ ঢাকায় প্রবেশ করেছে, ১২ লাখ ৫ হাজার ৮৭৮ জন। আর তিনদিনে মোট ২২ লাখ ৮২ হাজার ৯৫৪ জন সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছে। এরমধ্যে গ্রামীণফোন ব্যবহারকারী ১০ লাখ ১ হাজার ৩৬৯ জন, রবির ৪ লাখ ৬৬ হাজার ৫৪১ জন, বাংলালিংকের ৬ লাখ ৭৩ হাজার ৪৬০ জন ও টেলিটকের ১ লাখ ৪১ হাজার ৫৮৪ জন গ্রাহক।
এদিকে মোবাইল ফোনের সিম ব্যবহারকারীর হিসাব ধরে দেখা যায়, গত ৪ মে থেকে ১৫ মে পর্যন্ত ১২ দিনে এক কোটির বেশি মানুষ ঢাকা ছেড়েছেন। আর শনিবার (১৫ মে) একদিনে ঢাকায় প্রবেশ করেছেন ৪ লাখের বেশি।
Originally posted 2021-05-19 11:03:45.