
ট্রাম্পের ৭০ হাজার সমর্থকের টুইটার অ্যাকাউন্ট বন্ধ!

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্যাপিটল হিলে হামলা চালানোর ষড়যন্ত্র করা হয়েছিল। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের ৭০ হাজারেরও বেশি অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে টুইটার। সোমবার (১১ ডিসেম্বর) একটি ব্লগের মাধ্যমে একথা ঘোষণা করছে কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, ওই অ্যাকাউন্টগুলির মাধ্যমে গত সপ্তাহে ক্যাপিটল হামলার পটভূমি তৈরি করা হয়েছে বলেও অভিযোগ জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। ওয়াশিংটন ডিসিতে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে তার পিছনে ওই টুইটার অ্যাকাউন্টগুলির যথেষ্ট প্রভাব রয়েছে বলে প্রমাণ পাওয়া গিয়েছে। এমনকি গত শুক্রবার থেকে আমেরিকার বিভিন্ন প্রান্তে যে হিংসা ছড়ানোর চেষ্টা হচ্ছে এর জন্য এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।
Originally posted 2021-01-12 23:58:22.