ট্রাম্পের বিরুদ্ধে জনতাকে অভ্যুত্থানে প্ররোচনা অভিযোগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন সংক্রান্ত আর্টিকেলটি মার্কিন কংগ্রেসে উত্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার সকালে এটি উত্থাপন করা হয়। ট্রাম্পের বিরুদ্ধে তারা উন্মত্ত জনতাকে ‘অভ্যুত্থানে প্ররোচনা’ দেয়ার অভিযোগ আনা হয়েছে।

যদি অভিশংসন প্রক্রিয়া পরিকল্পনা মাফিক এগোয়, তাহলে ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দু’বার অভিশংশিত হওয়া একমাত্র প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক বলে পরিচিত ক্যাপিটল হিলের ভেতরে গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যেভাবে সহিংসতা চালিয়েছে, তাতে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের জোরালো দাবি উঠেছে। স্থানীয় সময় সোমবারের মধ্যেই তা নিয়ে ভোট হয়ে যেতে পারে বলে জানিয়েছেন, হাউজ অব রিপ্রেজেন্টেটিভস-এর সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক দলীয় হুইপ জেমস ক্লাইবার্ন। যদিও জানুয়ারির ২০ তারিখ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার শেষ দিন।

এজন্য অভিশংসন অভিযোগ হাউজে ভোটে পাস হতে হবে। তারপর বিষয়টি সিনেটে যাবে যেখানে প্রেসিডেন্টকে অপসারণ করতে দুই তৃতীয়াংশ ভোট দরকার হবে। তবে কেবল মাত্র ডেমোক্র্যাট নয়, রিপাবলিকানদেরও অনেকেই তার বিরুদ্ধে সেদিন সমর্থকদের উস্কে দেয়ার অভিযোগ করছেন।

এর আগে, ২০১৯ সালের ডিসেম্বরেও ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এ ট্রাম্পকে ইমপিচ করা হয়। সেইসময় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের ভাবমূর্তি কালিমালিপ্ত করতে ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপর চাপ সৃষ্টি করার অভিযোগ ছিল ট্রাম্পের বিরুদ্ধে। কিন্তু হাউস অব রিপ্রেজেন্টেটিভস অভিশংসন করলেও, রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে রক্ষা পান ট্রাম্প।

Originally posted 2021-01-12 04:01:25.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *