ঘানির বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করবে যুক্তরাষ্ট্র

গত আগস্টে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর প্রেসিডেন্ট আশরাফ ঘানির বিপুল অর্থ নিয়ে দেশত্যাগের অভিযোগের তদন্ত করবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার কংগ্রেসের একটি উপকমিটিকে এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্র সরকারের স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফর আফগান রিকন্সট্রাকশন (সিগার) জন এফ সপকো। খবর ওয়াশিংটন পোস্টের

গত মাসে টুইটারে পোস্ট করা একটি লিখিত বিবৃতিতে জানিয়েছিলেন, তার বিরুদ্ধে দেশ ছাড়ার সময় ১৫০ মিলিয়ন ডলার নিয়ে পালিয়ে যাওয়ার তথ্য সম্পূর্ণ বানোয়াট। তিনি রক্তপাত এড়াতেই গোপনে দেশ ছেড়েছেন। কিন্তু ঘানির বিরুদ্ধে অভিযোগ থামেনি।

এ বিষয়ে প্রতিনিধি পরিষদের একটি উপকমিটিকে জন সপকো বলেন, আমরা এখনো তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাইনি। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ওভারসাইট অ্যান্ড গভর্নমেন্ট রিফর্ম কমিটি তার সংস্থাকে অভিযোগটি খতিয়ে দেখার নির্দেশনা দিয়েছে।

জন সপকো আরো বলেন, আফগানিস্তানে দুর্নীতি এতটাই ব্যাপক হারে ছড়ায় যে, তা দেশটির নিরাপত্তা ও পুনর্গঠন প্রক্রিয়াকে হুমকির মুখে ফেলে দেয়। সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে ২০০১ সালে আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের হামলায় তত্কালীন তালেবান সরকারের পতন হয়। তারপর যুক্তরাষ্ট্র আফগানিস্তান পুনর্গঠনের কাজে যুক্ত হয়। ২০১৮ সালে পুনর্গঠন কাজের তদারকি করতে স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফর আফগান রিকন্সট্রাকশন নামের সংস্থা গঠন করা হয়।

Originally posted 2021-10-08 05:06:12.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *