
কুমিল্লা ঘটনার জেরে মামলায় আসামি ৪ সহস্রাধিক

রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম মসজিদ ও এর আশপাশের এলাকায় শুক্রবার (১৫ অক্টোবর) জুমার নামাজের পর পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) পল্টন ও রমনা থানায় মামলা দুটি দায়ের করা হয়। উভয় মামলার বাদী পুলিশ।
রবিবার (১৭ অক্টোবর) দুপুরে পল্টন থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন মিয়া বলেন, খেলাফত আন্দোলনের আমির জাফর উল্লাহ খানসহ ১১ জনের নাম মামলায় উল্লেখ করা হয়েছে। এছাড়া দুই থেকে আড়াই হাজার বিক্ষোভকারীকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে। এর মধ্যে ৬ জনকে গ্রেফতার করে এ মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মামলার এজাহারে ‘কুমিল্লার ঘটনার জেরে পল্টন থানা এলাকায় নাশকতা, ভাঙচুর, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার’ কথা উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত করা হয়েছে চার হাজার জনকে। দুই থানায় এ পর্যন্ত মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দেড় হাজার মানুষকে আসামি করে মামলা করা হয়েছে।
Originally posted 2021-10-17 15:45:06.