
কাতার থেকে দেশের উদ্দেশে রওনা দিলেন তালেবান নেতা

আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতায় বসতে দেশে ফিরছেন তালেবান নেতা মোল্লাহ আব্দুল গনি বারাদার। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
তালেবানের নির্ভরযোগ্য সূত্র মঙ্গলবার সিএনএনকে জানিয়েছে, ‘মোল্লাহ বারাদার বেশ কয়েকজন উচ্চপদস্থ তালেবান নেতাদের সঙ্গে নিয়ে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের উদ্দেশে দোহা ত্যাগ করেছেন।’
আফগানিস্তানে ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সামরিক অভিযানের মুখে তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর মোল্লাহ বারাদার বিগত ২০ বছরে আফগানিস্তানে পা রাখেননি।
এদিকে বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার তালেবানের একজন মুখপাত্র বলেছেন, আফগানিস্তানের জনগণের উদ্দেশে প্রথমবার সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে তালেবান। আজ স্থানীয় সময় রাতে এই সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।
গতকাল তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছিল, রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর এখন তালেবানের ভবিষ্যৎ সরকার কাঠামো নিয়ে কাতারের রাজধানী দোহায় আলোচনা চলছে এবং আলোচনা শেষে শিগগিরই এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
মোল্লাহ বারাদারের পরিচয় তিনি তালেবানের রাজনৈতিক প্রধান। বিশেষজ্ঞদের অনুমান সত্যি হলে বারাদারই হবেন পরবর্তী আফগান প্রেসিডেন্ট।
Originally posted 2021-08-17 21:34:23.