করোনায় লাশের সারি পাহাড়সম হচ্ছে, কাঁদছে বিশ্ব

মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। দিন দিন আক্রান্ত ও মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন হাজারো মানুষ। লাশের সারি দীর্ঘ হতে হতে পাহাড়সম হচ্ছে। তবে আশার কথা হচ্ছে ভাইরাসে সংক্রমিত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন বহু মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৪৪ লাখ ১৪ হাজার ৯৯১ জন সুস্থ হয়ে উঠেছেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৯ লাখ ১৮ হাজার ৭৯৬ জন, ব্রাজিলে পাঁচ লাখ তিন হাজার ৫০৭, রাশিয়ায় তিন লাখ চার হাজার ৩৪২ জন, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, ইতালিতে এক লাখ ৭৯ হাজার ৪৫৫, জার্মানিতে এক লাখ ৭৩ হাজার ৬০০, ভারতে এক লাখ ৯৪ হাজার ৪৩৮, চিলিতে এক লাখ ৫৬ হাজার ২৩২, ইরানে এক লাখ ৫৪ হাজার ৮১২, তুরস্কে এক লাখ ৫৪ হাজার ৬৪০, পেরুতে এক লাখ ২৮ হাজার ৬২২, মেক্সিকোতে এক লাখ ১৯ হাজার ৩৫৫, সৌদি আরবে ৯১ হাজার ৬৬২, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৩৯৪ এবং ফ্রান্সে ৭৩ হাজার ৬৬৭ জন সুস্থ হয়ে উঠেছে।

এছাড়া কানাডায় ৬২ হাজার ১৭ জন, বাংলাদেশে ৩৮ হাজার ১৮৯, সুইজারল্যান্ডে ২৮ হাজার ৯০০, বেলজিয়ামে ১৬ হাজার ৬৮৪, অস্ট্রিয়ায় ১৬ হাজার ৯৯, দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ৮০০, মালয়েশিয়ায় সাত হাজার ৮৭৩ জন এবং অস্ট্রেলিয়ায় ৬ হাজার ৮৬৮ সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং চার লাখ ৫১ হাজার ২৬৩ জন রোগী মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ৮৪ লাখ ২৭০ জন। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Originally posted 2020-06-18 11:29:20.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *