ফ্রান্সে প্রধানমন্ত্রী; ম্যাক্রোঁর সঙ্গে ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা নিয়ে আলোচনা

রাষ্ট্রীয় সফরে ফ্রান্সে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্যারিসের এলিসি প্রাসাদে পৌঁছালে ফ্রান্সের রাষ্ট্রপতি এ্যামানুয়েল ম্যাক্রোঁ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। প্রাসাদে পৌঁছালে প্রেসিডেনশিয়াল গার্ডরা প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়। পরে দুই নেতা এলিসি প্রাসাদে এক সঙ্গে মধ্যাহ্ন ভোজ এবং দু’দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলচনা করেন। এসময় বৈঠকে ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।

মঙ্গলবার ম্যাক্রোঁর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “আন্তর্জাতিক আইনের ভিত্তিতে, সকলের মাঝে সমৃদ্ধির সুষম বণ্টন এবং একটি উন্মুক্ত, শান্তিপূর্ণ, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠায় ফ্রান্স এবং বাংলাদেশের দৃষ্টিভঙ্গি অভিন্ন”।

স্কটল্যান্ডের গ্লাসগো এবং লন্ডন সফর শেষে মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্যারিস পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্যারিস সফরকালে প্রধানমন্ত্রী প্যারিস পিস ফোরামে অংশ নেবেন। এছাড়া ইউনেস্কো সদর দপ্তরে সৃজনশীল অর্থনীতির জন্য ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ পুরস্কার বিতরণসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূ-রাজনৈতিক এবং নিরাপত্তা বিষয়সহ অস্ট্রেলিয়ার সঙ্গে সাবমেরিন চুক্তি বাতিল বিষয়ে আলোচনা করেন।
ম্যাক্রোঁর কার্যালয় থেকে মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়েছে, “আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এবং সকলের জন্য ভাগ করা সমৃদ্ধির সাথে একটি মুক্ত, উন্মুক্ত, শান্তিপূর্ণ, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য ফ্রান্স এবং বাংলাদেশ একই দৃষ্টিভঙ্গি পোষন করে।

গত সেপ্টেম্বরে, অস্ট্রেলিয়া ফ্রান্সের নেভাল গ্রুপের সাথে একটি চুক্তি বাতিল করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সাথে নতুন চুক্তি সাক্ষর করে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্যারিসে নিযুক্ত বাংলাদেশর রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা।

Originally posted 2021-11-10 15:38:57.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *