উপনির্বাচনে ক্ষমতাসীন দল সন্ত্রাসী কাজ করছে : বিএনপি

আসন্ন উপনির্বাচনগুলোতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এই অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘পাবনা-৪ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকি-ধামকি দিচ্ছে আওয়ামী লীগে মনোনীত প্রার্থীর গুন্ডা বাহিনী। নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে গতকাল (বৃহস্পতিবার) ধানের শীষের প্রার্থীর প্রস্তুতি সভায় আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে আত্রাই থানা বিএনপির আহ্বায়ক মোশাররফ এবং যুগ্ম আহ্বায়ক জাপানসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করেছে। আসন্ন উপনির্বাচনগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ডের আলামত দেখা যাচ্ছে। সুষ্ঠ ও অবাধ নির্বাচন করতে যতই বাধা দেওয়া হোক সংশ্লিষ্ট এলাকার জনগণ তা সকল শক্তি দিয়ে প্রতিরোধ করবে।’এসব সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদে গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন রিজভী।

আগামীকাল শনিবার পাবনা-৪ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হবে। এই আসনে ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব এবং নৌকার প্রার্থী রুরুজ্জামান বিশ্বাস। গত ২ এপ্রিল সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ আসনটি শূন্য হয়। নওগাঁ-৬ আসনের উপনির্বাচনের ভোট আগামী ১৭ অক্টোবর। এই আসনে বিএনপির প্রার্থী হয়েছেন শেখ মো. রেজাউল করিম।

Originally posted 2020-09-25 18:55:48.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *