
আমি সমালোচনার তোয়াক্কা করি নাঃ হিরো আলম

যারা আমাকে সমালোচনা করছে তারা নিজেরা কিছুই করতে পারে না। ক্ষমতা থাকলে আমার মতো কিছু করে দেখাক। অনেক নামি-দামি শিল্পী আছে যারা লাখ-লাখ টাকা খরচ করে গান করে,কোই তারাতো আমার মতো ভাইরাল হতে পারে না! আমি যেটায় করি একশ্রেণির মানুষ সেটাকে নেগেটিভ হিসেবে নেয়। পরে ধীরে-ধীরে সেটা পজেটিভ হয়।
সোমবার সকালে সময়ের সবচেয়ে আলোচিত নায়ক হিরো আলম তার কণ্ঠে ‘বাবু খাইছো’ গান বিষয়ে প্রবাসের আলোর সঙ্গে একান্ত আলাপকালে একথা বলেন।
তিনি বলেন, আমি যখন মিডিয়াতে কাজ শুরু করি তখন থেকে নানা সমালোচনার সম্মুখিন হয়েছি। এমপি নির্বাচন করার সময়ও সমালোচনা আমার পিছু ছাড়েনি। এরপর সিনেমা করতে এসেও সমালোচনা। এখন গান নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। আমি এসবের তোয়াক্কা করি না। আমি বিশ্বাস করি এখন যারা সমালোচনা করছে একদিন তারাও আমাকে ভালো বাসবে। আমার সিনেমা দেখবে। গান শুনবে।
সামনে সিনেমার পাশাপাশি বেশকিছু ভালো গান নিয়ে সবার সামনে হাজির হবেন বলেও প্রবাসের আলোকে জানান হিরো আলম।
Originally posted 2020-11-30 15:40:42.