
অলি আহমেদের বই বাজেয়াপ্ত করার নির্দেশ

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করায় এলডিপি সভাপতি অলি আহমদের লেখা বই বাজেয়াপ্ত ও নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া সাংবাদিক কনক সরওয়ারের ইউটিউব চ্যানেল ও ফেসবুকের ভিডিও বন্ধের নির্দেশ দেওয়া হয়।
সুপ্রিম কোর্টের এক আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফের করা রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
অলি আহমদের বাজেয়াপ্ত করা বইটি হচ্ছে-‘রেভোলিউশন, মিলিটারি পারসোনেল অ্যান্ড দ্য ওয়ার অব লিবারেশন ইন বাংলাদেশ’। এ বইয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি লেখা হয়।
এছাড়া তার লেখা অন্য যেসব বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে, সেগুলোও নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করতে বলা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, স্বারাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়কে এ নির্দেশনা দেওয়া হয়।
অপরদিকে অলি আহমদের সাক্ষাৎকারসহ কনক সরওয়ারের দেশবিরোধী সব ভিডিও কনটেন্ট বন্ধ করতে বলা হয়েছে।
Originally posted 2020-12-08 23:53:19.