মুক্তমত

কীর্ণাহার থেকে রাইসিনা : বাঙালি প্রণবের বর্ণাঢ্য যাত্রাপথ

এস এম সাব্বির খান : স্বাধীনতা উত্তর যে ক’জন বাঙালি নেতানেত্রী ভারতীয় রাজনীতিতে শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তাঁদের মধ্যে সফলতম এবং উজ্জ্বলতম নামটা অবশ্যই প্রণব মুখার্জি। ২০১২ সালে রাষ্ট্রপতি হওয়ার পরে সক্রিয় রাজনীতিতে প্রণবের ভূমিকায় ইতি পড়েছিল। কিন্তু কংগ্রেসি রাজনীতির সঙ্কটের নানা মুহূর্তে বারে বারেই তাঁর অনুপস্থিতির প্রসঙ্গ চলে এসেছে আলোচনায়। এটা প্রমাণ করে, তাঁর সাফল্য সঙ্কীর্ণ বাঙালি পরিচয়ের সীমা ছাড়িয়ে আসলে আরও কত দূর বিস্তৃত হতে পেরেছিল। প্রণবের জন্ম ১৯৩৫ সালের ১১ ডিসেম্বর। বীরভূম জেলার কীর্ণাহারের অদূরের মিরিটি গ্রামে। বাবা কামদাকিঙ্কর ছিলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং কংগ্রেস নেতা। জেলা কংগ্রেস সভাপতি, এআইসিসি সদস্য এবং পশ্চিমবঙ্গ বিধান পরিষদেরও সদস্য হয়েছিলেন।আরও পড়ুন