করোনা ঠেকাতে মন্দিরে নরবলি

করোনা ঠেকাতে ভগবান স্বপ্নযোগে নরবলি দেয়ার আদেশ দিয়েছেন একথা বলে ভারতের উড়িষ্যায় মন্দিরে নরবলি দিলো এক পুরোহিত। বুধবার মধ্যরাতে কর্ণাটকের নরসিংহপুর থানা এলাকায় এ ঘটনা ঘটে।
আনন্দবাজার পত্রিকা থেকে জানা গেছে, ৭২ বছর বয়সী পুরোহিত সংসারী ওঝা স্থানীয় সরোজকুমার প্রধানকে (৫২) নরবলি দিয়ে সকালে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
পুরোহিত পুলিশকে জানায়, স্বপ্নে তাকে ভগবান নির্দেশ দিয়েছিলেন নরবলি দিলেই করোনাভাইরাস সংক্রমণ থেমে যাবে৷ ভগবানের নির্দেশেই তিনি নাকি নরবলি দিয়েছেন৷ নরবলির কাজে ব্যবহৃত কুড়ালটি উদ্ধার করেছে পুলিশ।
তবে স্থানীয়রা জানান, সরোজের সঙ্গে ওই গ্রামের একটি আমবাগান নিয়ে দীর্ঘ দিনের বিবাদ চলছিল ওই পুরোহিতের। সেই বিরোধে এ কাজ করে থাকতে পারেন তিনি।
পুলিশ জানিয়েছে, বলি দেয়ার সময় ওই পুরোহিত প্রচণ্ড মদ্যপ ছিলো। রাতে নরবলি দিয়ে সকালে তার হুঁশ ফেরে৷ তারপর সে আত্মসমর্পণ করে।

Originally posted 2020-06-02 18:56:09.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *