পরিচ্ছন্নতাকর্মীকে ‘পেটালেন’ ক্রিকেটার সাব্বির!

রাজশাহী সিটি করপোরেশনের কর্মচারীকে পেটানোর অভিযোগ উঠেছে জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান রুম্মনের বিরুদ্ধে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার (৩১ মে) বিকেল পৌনে ৫টার দিকে রাজশাহী মহানগরীর বেলদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তবে গায়ে হাত তোলার অভিযোগ অস্বীকার করে সংবাদমাধ্যমকে সাব্বির বলেন, একটা কথা রটেছে যে আমি কোনো পরিচ্ছন্নতাকর্মীকে মেরেছি। না। এরকম কিছুই না। একটা মানুষকে মারা এত সহজ না।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, এই ধরনের একটি ঘটনা শুনেছি। সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও বলেন, বিকেল পৌনে পাঁচটার দিকে ক্রিকেটার সাব্বির রহমান প্রাইভেটকারে চড়ে তার বাড়ির কাছে পৌঁছেন। এসময় বাড়ির রাস্তার সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের ময়লা বহনকারী ভ্যান দেখে তিনি ভ্যানটি সরাতে বলেন। তবে পরিচ্ছন্নতাকর্মী বাদশা প্রতিউত্তরে বলেন, ‘আমাদের কাজই তো ময়লা সরানো। ময়লা নিয়েই চলে যাবো।’ কিন্তু সাব্বির পাল্টা ওই পরিচ্ছন্ন কর্মচারীকে বলেন, এটা কি তোর বাপের রাস্তা।’

এ নিয়ে কথাকাটাকাটির জের ধরে বাদশার সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন সাব্বির। পরে অন্য পরিচ্ছন্নতাকর্মীরা খবর পেয়ে ছুটে এলে উত্তেজনার সৃষ্টি হয়। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও বলেন, ‘ক্রিকেটার সাব্বিরই অপরাধ করেছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। তবে সন্ধ্যায় বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিযামুল আযিম মীমাংসা করে দেন।’

এদিকে স্থানীয়রা দাবি করেন, রাসিকের পরিচ্ছন্নতাকর্মী বাদশার গায়ে হাতও তুলেছেন সাব্বির। এ নিয়েই উত্তেজনা ছড়িয়ে পড়ে অন্য কর্মচারীদের মাঝে। তারা খবর পেয়ে তৎক্ষণাৎ মহানগরীর বেলদারপাড়া এলাকায় গিয়ে সাব্বিরের বাড়ির কাছে হাজির হন। এতে বিপাকে পড়েন সাব্বির। শেষে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে ঘটনার বর্ণনা দিতে গিয়ে সাব্বির বলেন,ওই ঘটনার বর্ণনা দিতে গিয়ে সাব্বির বলেন, আমার বাড়ির সামনে একটা গাড়ি ছিল। আমি আমার ওয়াইফকে নিয়ে বাড়ি থেকে আসছিলাম। আমি জাস্ট উনাকে বলেছি যে, দেখেন ভাই, এই যে রাস্তার মাঝখানে গাড়িটা রেখেছেন। কেউ তো বের হতে পারছে না কেউ আসতেও পারছে না। কোন প্রেগন্যান্ট মহিলা কিংবা হার্টের রোগীর যদি হাসপাতালে যেতে হয়…, আপনি গাড়ি রেখে আরেকদিকে গল্প করছেন, মানুষ কীভাবে যা? দুই মিনিটে মানুষ মারাও যেতে পারে। আপনি সেটা না করে এক সাইডে রাখবেন গাড়িটা, যাতে অন্তত মানুষ আসা যাওয়া করতে পারে। এটুকুই কথা বলেছি।

তার কথায়, আমি হর্ন দেয়ার পর তিনি যেভাবে রিঅ্যাক্ট করেছে, মাই গড। মনে হচ্ছে, আমি খুব বড় ভুল কাজ করে ফেলেছি। চোখ রাঙাচ্ছে, বিড়বিড় করে কি যেনো বলতে বলতে যাচ্ছে। আমার কাছে একটু অকওয়ার্ড লেগেছে। আমি জিজ্ঞাসা করলাম যে, ভাই কিছু বলছেন নাকি? আপনি এভাবে কথা বলছেন কেনো? সে বলেছে, আমি আমার মতো কাজ করছি। আপনি হর্ন মারার কে? এটুকুই তর্কাতর্কি হয়েছে, আর কিছুই হয় নাই।

প্রসঙ্গত, এর আগে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এক দর্শককে পেটানোর অভিযোগে ছয় মাসের জন্য জাতীয় দল থেকে বহিষ্কার হয়েছিলেন ক্রিকেটার সাব্বির রহমান। পাশাপাশি ২০ লাখ টাকা জরিমানা করা হয় তার।

Originally posted 2020-06-01 06:00:33.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *