
বিশ্ব খাদ্য সংকট মোকাবেলায় মস্কো ও কিয়েভের মধ্যে চুক্তি স্বাক্ষর

বিশ্ব খাদ্য সংকট মোকাবেলায় এবং কৃষ্ণ সাগরে রপ্তানির জন্যে আটকে থাকা ইউক্রেনের শস্য ছাড়ে মস্কো ও কিয়েভের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। আর এই যুগান্তকারী চুক্তির নিশ্চয়তার দায়িত্ব জাতিসংঘের বলে মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি শুক্রবার (২২ জুলাই) তার প্রতিদিনকার ভিডিও বার্তায় এ কথা বলেন।
তিনি আরও বলেন, ইউক্রেনীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে নস্যাৎ করতে রাশিয়া উস্কানি দিতে পারে। কিন্তু আমরা জাতিসংঘকে বিশ্বাস করি। তাই এই চুক্তির নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব জাতিসংঘের।
কৃষ্ণ সাগরে আটকে থাকা শস্য রপ্তানীর লক্ষ্যে শুক্রবার ইস্তানবুলে রাশিয়া ও ইউক্রেন এক যুগান্তকারী চুক্তিতে স্বাক্ষর করে। এতে সহ জামিনদার তুরস্ক ও জাতিসংঘ।
উল্লেখ্য, বিশ্বে রাশিয়া ও ইউক্রেন কৃষিপণ্যের অন্যতম বৃহৎ রপ্তানীকারক দেশ। কিন্তু যুদ্ধের কারণে ইউক্রেনের গম রপ্তানী মারাত্মকভাবে ব্যাহত হয়। চুক্তির পর খুব শিগগীরই কৃষ্ণসাগর বন্দর থেকে শস্য রপ্তানির কাজ শুরু হবে বলে জানিয়েছেন ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী আলেকজান্ডার কুব্রাকভ।
তিনি বলেন, চুক্তিটি আমাদের শর্তে স্বাক্ষরিত হয়েছে। এখানে কোন বিশ্বাসঘাতকতা হয়নি।