হেলিকপ্টর বিধ্বস্ত : ভারতের প্রতিরক্ষাপ্রধান অগ্নিদগ্ধ, নিহত ৪

ভারতের প্রতিরক্ষা প্রধান ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী একটি হেলিকপ্টার (এমআই- ১৭) বিধ্বস্ত হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় ১২টা ৪০ মিনিটের দিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর কন্নুর এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে দেশটির রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।

হেলিকপ্টারটিতে বিপিন রাওয়াত এবং তার স্ত্রী মধুলিকা রাওয়তসহ দেশটির জ্যেষ্ঠ ৯ জন সামরিক কর্মকর্তা এবং ৭জন কর্মী ছিলেন।তাদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে।

পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, দুর্ঘটনায় মারাত্মক অগ্নিদগ্ধ হয়েছেন বিপিন রাওয়াত। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম বলছে, তামিলনাড়ুর নীলগীরি দুর্গম পাহাড়ি এলাকায় সামরিক ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

জেনারেল বিপিন রাওয়াত ভারতীয় সেনাবাহিনীর একজন সাবেক সেনাপ্রধান (চীফ অব দ্যা আর্মি স্টাফ)। ২৬তম সেনাপ্রধান হিসেবে তিনি ২০১৬ এর ৩১ ডিসেম্বর জেনারেল দলবীর সিং সোহাগ এর কাছ থেকে সেনাপ্রধানের দায়িত্ব বুঝে নেন। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর জেনারেল মনোজ মুকুন্দ নরবান তার কাছ থেকে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *