
বাড়ি বাড়ি গিয়ে দেশ গঠনে কাজ করার আহবান তালেবানের

ভয়ে ভীত না হয়ে দেশ গঠনে সরকারি কাজে যোগ দেওয়ার আহবান জানিয়েছেন তালেবান নেতারা। একাজটি তারা করছেন বাড়ি বাড়ি গিয়ে।
বার্তা সংস্থা রয়টর্সের বরাতে জানা যায়, রাজধানী কাবুল দখলের পর মঙ্গলবার প্রথম সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনর্গঠন করতে চায় বলে জানিয়েছিল তালেবান। কিন্তু দেশটির অনেক নাগরিক তালেবানের এই আশ্বাসে ভরসা রাখতে পারছেন না; তারা কট্টর ইসলামি এই গোষ্ঠীর আবারও ক্ষমতায় ফেরা নিয়ে উদ্বিগ্ন। এরই ধারাবাহিকতায় আফগানিস্তানের সব সরকারি কর্মকর্তার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে তাদের ‘পূর্ণ আত্মবিশ্বাসের’ সঙ্গে কাজে ফেরার আহ্বানও জানায় তারা।
এক আফগান নাগরিক জানান, বুধবার সকালে সশস্ত্র তিন তালেবান সদস্য তাদের বাড়িতে হাজির হলে তিনি হতবম্ভ হয়ে পড়েন। তারা তার বিস্তারিত তথ্য জেনে নেয়, যে ত্রাণ সংস্থায় তিনি কাজ করতেন সে বিষয়ে খোঁজখবর নেয়, কত বেতন পেতেন তা জিজ্ঞেস করে। এরপর তাকে কাজে যোগ দিতে বলে যান।
একাধিক আফগান বার্তাসংস্থা রয়টার্সকে জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানী কাবুল থেকে দক্ষিণের লস্কর গা এবং উত্তরের মাজার-ই-শরিফে তালেবান অঘোষিত সফর করেছে। শাস্তির আশঙ্কায় ওই আফগানরা তাদের পুরো নাম জানাতে অস্বীকার করেছেন।
এদিকে ‘মানবিক প্রেক্ষাপট’ বিবেচনা করে আফগান প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছে ইউএই। কট্টরপন্থী তালেবান গোষ্ঠী দ্রুততার সাথে আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেওয়ায় তিনি তার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আবুধাবির পক্ষ থেকে এমন আমন্ত্রণ জানানো হলো।
Originally posted 2021-08-19 20:58:03.