
ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাব ফ্যামিলি ডে’র আনন্দ ভ্রমণ

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবে’র বাৎসরিক ফ্যামিলি ডে’র আনন্দ ভ্রমণ। রোববার প্যারিস থেকে যাত্রা করে ফ্রান্সের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র ´ফোর্ট মাহন প্লাজ’ সমুদ্র সৈকতে আড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে ক্লাবের নের্তৃবৃন্দ, সদস্য ও তাদের পরিবারের সবার উপস্থিতিতে ফ্যামিলি ডে উদযাপন করা হয়।
সকালে প্যারিসের বাংলাদেশী অধ্যুষিত এলাকা গার দ্যু নর্দে জড়ো হতে থাকে ক্লাব পরিবারের সদস্যরা। নির্ধারিত সময়ে যাত্রা করে শহর, নগর, গ্রাম পেরিয়ে বাস ছুটতে থাকে ফোর্ট মাহন প্লাজের উদ্দেশ্যে। রাস্তার দুধারে নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্যের মাঝ দিয়ে শত কিলোমিটার বেগে ছুটে চলা বাসের মধ্যে থাকা যাত্রীর আনন্দ বহুগুণ বাড়িয়ে দেয় বাসের মধ্যে চলা সাংস্কৃতিক আড্ডা। গান, কবিতা, কৌতুক আর রসাত্মক আলাপচারিতায় পার হয় যাত্রার পুরো সময়।
বাস গন্তব্যে পৌঁছলে দুপুরে খাবার সেরে শুরু হয় সমুদ্রস্নান। এসময় সবাই পরিবার নিয়ে আটলান্টিক মহাসাগরের ফোর্ট মাহন প্লাজ সৈকতে স্নানে নেমে পড়ে। তীরে আছড়ে পড়া সমুদ্রের বড় বড় ঢেউয়ে গা ভাসিয়ে আনন্দের সবটুকু নেয়ার চেষ্টায় ব্যস্ত থাকতে দেখা যায় ক্লাব পরিবারের সদস্যদের।
স্নান শেষে শুরু হয় আনন্দের আরেক পর্ব। শিশুদের দৌড় প্রতিযোগিতা, নারীদের বালিশ খেলা, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সব শেষে ঘরে ফেরার বেলায়ও আনন্দের এতোটুকু কমতি ছিলো না। অতিথি হিসেবে আসা প্যারিসের শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হয় সবাই।
আনন্দ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির, ফ্রান্সের স্বনামধন্য অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান ইজি বাজারের চেয়ারম্যান বাবর হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল কবির, সহ সভাপতি ওমর ফারুক, সাধারন সম্পাদক নয়ন মামুন, সহ সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসাইন সাইফুল, সাংবাদিক ফেরদৌস করিম আখনজি, কবি আব্দুল আজিজ সেলিম, অর্থ সম্পাদক রেজাউল করিম, গোলাম মস্থফা ও তাঞ্জু চৌধুরী ।
Originally posted 2021-07-19 23:24:51.