ত্ব-হা নিখোঁজের রহস্য উদঘাটন করা হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামি বক্তা আবু ত্ব-হা আদনানের খোঁজ পেতে ও তার নিখোঁজের রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুসন্ধান চালাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার (১৬ জুন) গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন আনসারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আবু ত্ব-হা আদনানের নিখোঁজের বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে রয়েছে। তারা অনুসন্ধান চালাচ্ছেন। তার নিখোঁজের রহস্য উদঘাটন করা হবে।

তিনি আরও বলেন, কোথায় কী অবস্থায় তিনি আছেন, তার রহস্য উদঘাটন করা হবে। যারাই আইন ভঙ্গ করছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে, ভবিষ্যতেও আনা হবে।

গত ১০ জুন রংপুর থেকে ঢাকায় আসার পথে নিখোঁজ হন সোশ্যাল মিডিয়ায় আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান।বৃহস্পতিবার দিবাগত রাত থেকে নিখোঁজ রয়েছেন বলে তার পরিবার অভিযোগ করেছে। জানা যায়, নিখোঁজ হবার সময় তার সাথে গাড়িচালকসহ আরো তিনজন সহকর্মী ছিলেন। সেই তিনজন সহকর্মী এবং গাড়িটিরও কোন খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে অভিযোগ করছেন আদনানের পরিবার।

Originally posted 2021-06-16 13:59:13.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *