
ইসরাইলের যুদ্ধবিরতির ঘোষণা ফিলিস্তিনি জনগণের বিজয়- হামাস

ইসরাইলের যুদ্ধবিরতিতে যাওয়ার ঘোষণাকে ফিলিস্তিনি জনগণের জয় হিসেবে অভিহিত করেছে হামাস। বৃহস্পতিবার রাতে দলটির এক কর্মকর্তা সংবাদ সংস্থা এপিকে এ তথ্য জানিয়েছেন। তারা যুদ্ধবিরতিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘পরাজয়’ বলেও মন্তব্য করে।
হামাস নেতা আলী বারাকেহ বলেছেন, ইসরাইল যুদ্ধবিরতি ঘোষণা দিলেও চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত না হওয়া অবধি তারা সতর্ক থাকবে।
টানা ১১দিন বিমান হামলার পর হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরাইল। ইসরাইলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রীসভা কমিটির বৈঠকের পর ইসরাইল যুদ্ধবিরতিতে রাজি হয় বলে বিসিসির প্রতিবেদন বলা হয়। কমিটির বিবৃতিতে বলা হয়েছে- তারা যুদ্ধবিরতিতে সম্মত। তবে এই যুদ্ধবিরতি হবে পারস্পরিক ও নিঃশর্ত। ১২ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা বলা হলেও ইসরাইলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতিতে মিশর, কাতার ও জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
১১ দিনে ইসরাইলি বিমান হামলা ও হামাসের রকেট হামলায় অন্তত ৬৫ শিশু, ৩৬ নারীসহ ২৩২ জনের প্রাণ গেছে। হামাস অবশ্য তার যোদ্ধাদের ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি। আর ইসরাইলে দুই শিশুসহ ১২ জন নিহত হয়েছে।
Originally posted 2021-05-21 03:53:14.