ফ্রান্সে যথাযোগ্য মর্যাদায় ঈদুল ফিতর উদযাপন

ফ্রান্সে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয় ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭ টা থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস ও এর আশপাশের এলাকায় শুরু হয় ঈদের জামাত। একাধিক জামাত অনুষ্ঠিত হয়ে চলে দীর্ঘ সময় পর্যন্ত।
প্যরিসের উপকণ্ঠ ইস্তায় অবস্থিত বাংলাদেশীদের সবচেয়ে বড় মসজিদ- বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে গিয়ে দেখা যায় হাজার-হাজার মুসুল্লি ঈদের জামাতে অংশনিতে একত্রিত হয়েছেন। সকাল ৭ টা থেকে শুরু হয়ে ১০টা ৩০ মিনিট পর্যন্ত একে-একে ৭টি জামাত অনুষ্ঠিত হয় মসজিদটিতে। প্রতিটি জামাতে মুসুল্লিদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। নামাজে অংশ নেয়া মুসল্লির সারি মসজিদ থেকে অন্তত আধাকিলোমিটার পর্যন্ত পৌঁছে।


বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের সভাপতি সালাউদ্দিন বলেন, গত বছর এইদিনে আমরা সবাই গৃহবন্দি ছিলাম। ঘরে ঈদের নামাজ পড়তে হয়েছিলো। আজ আল্লাহ আমাদেরকে মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এছাড়া রমজান ও ঈদুল ফিতর থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে তা প্রয়োগের মাধ্যমে মুসলিম উম্মাহর কল্যাণে অবদান রাখার আহবান জানান তিনি।
নামাজে অংশনিতে আসা মুসল্লি আল আমিন প্রবাসের আলোকে বলেন, দীর্ঘদিন প্রবাসে ঈদ করলেও এবার এক অন্যরকম ঈদ উপভোগ করলাম। এর আগে একসঙ্গে আমি এতো সংখ্যক মুসল্লি উকস্থিত হতে দেখিনি। করোনা কালিন সময়ে ঈদুল ফিতর সবার মনে আলাদা আনন্দের সঞ্চার করছে বলে মন্তব্য করেন তিনি।
মামুন বলেন, প্রবাসে পরিবার ছাড়া ৩টি ঈদ অতিবাহিত করলাম। ঈদের দিন এলে সবার আগে আপনজনের কথা মনে হয়। সন্তানদের ছাড়া ঈদ প্রবাসীদের জন্য বেদনার বলে মন্তব্য করেন তিনি।


আলী রিয়াজ-দীর্ঘ এগার বছর প্রবাসে ঈদ উদযাপন করছেন। এতোদিন একা ঈদ উদযাপন করলেও এবার সস্ত্রীক ঈদ উদযাপনের সুযোগ পেয়েছেন। নিজের ঈদ আনন্দের হলেও স্ত্রীর ঈদ বেদনার বলে উল্লেখ করেন তিনি।
ওভারভিলিয়ে জামে মসজিদে গিয়ে দেখা যায় ঈদের জামাতে অংশনিতে হাজির হয়েছে বহু সংখ্যক মুসল্লি।
নামাজে অংশনিতে আসা মুসল্লি মাহফুজ প্রবাসের আলোকে বলেন, ঈদের অর্থ আনন্দ হলেও প্রবাসীদের জীবনে ঈদ অর্থ বেদনা। আপনজন ছাড়া ঈদ কখনও আনন্দের হতে পারে না। দীর্ঘ পাঁচ বছর এভাবেই কাটছে। কোনো রকম ঈদের জামাতে হাজিরা দিয়ে কর্মস্থলে ছুটতে হয়। উদ্দেশ্য একটাই-দেশে আপনজনদের ঈদ আনন্দঘণ করা।


মন্ত্রইল বড় মসজিদে সকাল থেকে তাকবির ধ্বনিতে আশপাশের এলাকা মুখরিত হয়ে ওঠে।হাজার-হাজার মুসল্লি নতুন পোশাকে-নামাজের বিছানা সঙ্গে নিয়ে ঈদের জামাতে অংশ নিতে দেখা যায়।

Originally posted 2021-05-13 17:01:43.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *