
গণপরিবহনের জন্য বিআরটিএ’র ৫ নির্দেশনা

মহামারি করোনা সংক্রমনের কারণে সরকার ঘোষিত লকডাউনে ২২ দিন বন্ধ থাকার পরে বৃহস্পতিবার (৬ মে) থেকে চালু হচ্ছে গণপরিবহন। তবে আন্তঃজেলা ও দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকবে।
বুধবার (৫ মে) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (ইঞ্জিনিয়ার) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
বিআরটিএর নির্দেশনাগুলো হলো—
০১. আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে।
০২. কোনোভাবেই সংশ্লিষ্ট মোটরযানের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে উল্লিখিত মোট আসন সংখ্যার অর্ধেকের (৫০%) বেশি যাত্রী বহন করা যাবে না।
০৩. কোনোভাবেই সমন্বয়কৃত ভাড়ার (বিদ্যমান ভাড়ার ৬০% বৃদ্ধি) অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।
০৪. ট্রিপের শুরু ও শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত করতে হবে।
০৫. পরিবহন সংশ্লিষ্ট মোটরযান চালক, অন্যান্য শ্রমিক কর্মচারী ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে।
এর আগে বুধবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মানুষের চলাচলে বিধি-নিষেধ ১৬ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে স্বাস্থ্যবিধি মেনে জেলার অভ্যন্তরে বাস চলার অনুমতি দেওয়া হয়েছে। তবে বন্ধ থাকবে দূরপাল্লার বাস এবং লঞ্চ-ট্রেন চলাচল।
Originally posted 2021-05-05 21:56:11.