
ফ্রান্সে ১৮ বছরের কম বয়সী মেয়েদের বিষয়ে নতুন আইন পাস

ঐতিহাসিক এক আইন পাস করেছে ফ্রান্সের পার্লামেন্ট। বৃহস্পতিবার ভোটাভুটির মধ্য দিয়ে পাস করানো এই আইনে ১৫ বছরের কম বয়সী মেয়েদের সাথে শারীরিক মিলনকে ধর্ষণ হিসেবে আখ্যা দেয়া হয়েছে। একইসঙ্গে অপরাধে জড়িতদের ২০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। আজ শুক্রবার (১৬ এপ্রিল) এ খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
জাতীয় সংসদে ফ্রান্সের বিচারমন্ত্রী এরিক ডুপন্ড-মোরেট্টি বলেন, আমাদের শিশু ও সমাজের জন্য এটি একটি ঐতিহাসিক আইন। এখন থেকে কোনো প্রাপ্তবয়স্ক লোক ১৫ বছরের কম বয়সী মেয়েদের সম্মতি (শারীরিক মিলনের ক্ষেত্রে) দাবি করতে সক্ষম হবে না।
এক টুইট বার্তায় ফরাসি পার্লামেন্ট জানায়, আইনের পক্ষে ভোটাভুটি সর্বসম্মতিক্রমে ছিল। অবশ্য কিছু আইনপ্রণেতা এ ব্যাপারে আপত্তি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আইনটির দ্বারা ১৮ বছরের কম বয়সী মেয়েদের সাথে সম্মতি ব্যতিত শারীরিক মিলনকেও ধর্ষণ হিসেবে আখ্যা দিয়েছে।
Originally posted 2021-04-17 04:18:54.