ফ্রান্সে হামলার পরিকল্পনাকারী ইরানি কূটনীতিকের ২০ বছরের কারাদণ্ড

ফ্রান্সে বড় ধরনের একটি সমাবেশে বোমা হামলা পরিকল্পনার অভিযোগে ইরানি কূটনীতিক আসাদুল্লাহ আসাদিকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বেলজিয়ামের একটি আদালত বৃহস্পতিবার এই রায় দেন।

ব্রিটিশ সংবাদমাধ্য বিবিসি জানিয়েছে, আসাদোল্লাহ ভিয়েনায় অবস্থিত ইরা্ন দূতাবাসে কর্মরত ছিলেন। ১৯৭৯ এর বিপ্লবের পরে এই প্রথম কোনো ইরানি কর্মকর্তা ইউরোপে এ ধরণের অভিযোগে কারাদণ্ড ভোগ করতে যাচ্ছেন। আদালতে আরও তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। জার্মান, ফরাসি ও বেলজিয়ান পুলিশের যৌথ অপারেশনে তাদেরকে গ্রেফতার করা হয়।

২০১৮ সালে প্যারিসের বাইরে অনুষ্ঠিত ঐ র‍্যালিতে ১০ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছিল। র‍্যালিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানিও ছিলেন।

ফ্রান্স এই হামলার পরিকল্পনার জন্য ইরানের গোয়েন্দাকে দায়ী করেছে। তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে।

Originally posted 2021-02-05 04:43:04.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *