
ফ্রান্সে ১৫ দিনের জন্য সন্ধ্যা ৬টা থেকে কারফিউ

করোনাভাইরাস বিস্তার রোধে শনিবার থেকে ফ্রান্সে কমপক্ষে ১৫ দিনের জন্য সন্ধ্যা ৬ টাই কারফিউ জারি করা হয়েছে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জ্যান ক্যাসেক্স করোনা বিষয়ে ফরাসী সরকারের বর্তমান কৌশল সম্পর্কিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
তিনি বলেন, ফ্রান্স সরকার সোমবার থেকে যারা করোনাভাইরাসের উচ্চ ঝুঁকিতে আছেন তাদের মধ্যে ভ্যাকসিন সরবরাহ শুরু করবে।
কাস্টেক্স বলেন, আমাদের দেশে বছরের শেষের ছুটির পর খুব বেশি সংক্রমণ ধরা পড়েনি। করোনা পরিস্থিতি এখনো আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও বলেন, এসময় শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। তবে অভ্যন্তরীণ ক্রীড়া কার্যক্রম আপাতত নিষিদ্ধ থাকবে।
শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার বিষয়ে ক্যাসেক্স জানান, বিদ্যালয় গুলোতে প্রতি মাসে কমপক্ষে দশ মিলিয়ন কোভিড -১৯ পরীক্ষা করা হবে।
এসময় কেউ ফ্রান্স ভ্রমণ করতে চাইলে তাকে অবশ্যই করোনা নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।
Originally posted 2021-01-15 06:45:33.