করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল বিশ্ব

টানা দ্বিতীয় দিন করোনায় রেকর্ড মৃত্যু দেখলো বিশ্ব। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী তাণ্ডব চালিয়েছে করোনা। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) প্রথমবারের মতো প্রাণহানি ১৬ হাজার ছাড়ালো। এ নিয়ে মহামারি করোনা বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৯ লাখ ৮৬ হাজার। এছাড়া একদিনে আক্রান্ত হয়েছেন আরও সাড়ে ৭ লাখ মানুষ। এ নিয়ে মোট আক্রান্ত ছাড়াল ৯ কোটি ২৭ লাখ।

এদিকে বুধবার (১৩ জানুয়ারি) ২৪ ঘণ্টায়ও করোনার তাণ্ডব দেখে বিশ্ব। গতকাল একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ হাজার ৭১১ জনের প্রাণ কেড়ে নেয় করোনা।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ২৭ লাখ ৬৭ হাজার ৮৪৫ জন এবং মৃত্যু হয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ৬৯৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ১৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে গত ২৪ ঘণ্টায় চার হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। আর নতুন সংক্রমণ হয়েছে সোয়া দু’লাখ। এখন পর্যন্ত দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৩৬ লাখ ১৬ হাজার ৩৪৫ জন। মৃত্যু হয়েছে তিন লাখ ৯৩ হাজার ৯২৮ জনের।

Originally posted 2021-01-14 10:22:19.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *