
নববর্ষে আয়া সোফিয়ায় এরদোগান

কল্যাণ কামনায় নববর্ষের প্রথমদিন ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদে সময় কাটিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
অতীতের সব ভুলভ্রান্তি ঘুচিয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনায় এ দিন কাটিয়েছেন তিনি।
তুরস্কভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম তুর্কি উর্দু জানিয়েছে, ১ জানুয়ারি (শুক্রবার) জুমার নামাজ আদায়ের জন্য ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদে গিয়েছিলেন তুর্কি সুলতান এরদোগান।
নামাজের পর নতুন বছরে তুরস্কসহ মুসলিমবিশ্বের জন্য কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। এতে অংশ নেন তুর্কি প্রেসিডেন্ট।
পরে মসজিদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার এরদোগান বলেন, ঐতিহাসিক আয়া সোফিয়াকে পুনরায় মসজিদে রূপান্তর ২০২০ সালে আমাদের সবচেয়ে বড় অর্জন ও সাফল্য।
Originally posted 2021-01-02 04:19:32.