এগিয়ে জো বাইডেন; বদলে যেতে পারে ট্রেন্ড

অ্যামেরিকা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ট্রাম্প এবং বাইডেনের মধ্যে। প্রাথমিক ফলাফলে সামান্য এগিয়ে বাইডেন। ম্যাজিক ফিগার ২৭০। টানটান ভোট যুদ্ধে ট্রাম্পকে সামান্য পিছনে রেখে এগিয়ে জো বাইডেন। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে যে কোনো সময় ট্রেন্ড বদলে যেতে পারে। তবে প্রাথমিক প্রবণতায় বাইডেন এগিয়ে।

এখনো ফ্লোরিডার ফলাফল সামনে আসেনি। সেখানে ট্রাম্প সামান্য এগিয়ে। ট্রাম্প ফ্লোরিডা জিতলে লড়াইয়ে অনেকটা এগিয়ে যেতে পারবেন। আবার বাইডেন প্রথম সুইং স্টেট জিতে গিয়েছেন। নিউ হ্যাম্পশায়ারের ভোট যে কোনো দিকেই জেতে পারতো। এই ধরনের রাজ্যগুলিকে বলা হয় সুইং স্টেট। যাদের ভোট যে কোনো দিকে যেতে পারে। যে যত বেশি সুইং স্টেট দখল করতকে পারবে, জেতার সম্ভাবনা তার তত বেশি। প্রথম সুইং স্টেট দখল করে বাইডেন অনেকটাই এগিয়ে গিয়েছেন।

তবে এ সবই প্রাথমিক প্রবণতা। এ বছর বিপুল পরিমাণ পোস্টাল ব্যালটে ভোট হয়েছে। সেই ভোট গণনা না হওয়া পর্যন্ত বোঝা মুশকিল জয় কার হবে।

প্রাথমিক হিসেবে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ২২৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের প্রাথমিক ভোট ২১৩। জো বাইডেনের থেকে এই মুহূর্তে ট্রাম্প সামান্য পিছিয়ে। তবে ফ্লোরিডায় বড় জয় পেয়েছেন ট্রাম্প। অন্য দিকে নিউ ইয়র্ক, ওয়াশিংটন দখল করেছেন বাইডেন। পেয়েছেন ক্যালিফোর্নিয়া। নিউ ইয়র্ক বরাবরই ডেমোক্র্যাটদের দখলে থাকে। এ বারও তার পরিবর্তন হয়নি।

ফ্লোরিডা জয়ের বিষয়ে বহু দিন আগে থেকেই আশাবাদী ছিলেন ট্রাম্প। মঙ্গলবার রাতেও ফ্লোরিডা জয় একপ্রকার নিশ্চিত বলে ঘোষণা করেছিলেন তিনি। নির্বাচনের আগে সেখানে একাধিক সভা করেছিলেন। নিজের ভোটও ফ্লোরিডায় দিয়েছেন তিনি। কিন্তু ট্রাম্প যত সহজে ফ্লোরিডা জিতবেন ভেবেছিলেন, বাস্তবে তা তত সহজ হচ্ছে না।DW

Originally posted 2020-11-04 23:12:22.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *