ফ্রান্সের নিহত সেই শিক্ষককে লিজিয়ন অব অনার প্রদান

ফ্রান্সের একটি স্কুলে ছুরি হামলায় নিহত শিক্ষক স্যামুয়েল প্যাটিকে সর্বোচ্চ সম্মাননা দেয়া হয়েছে। তাকে মরণোত্তর লিজিয়ন অব অনার দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

গত শুক্রবার ৪৭ বছর বয়সী স্কুলশিক্ষক স্যামুয়েল প্যাটিকে প্রকাশ্য দিবালোকে গলা কেটে হত্যা করা হয়।

খুন হাওয়ার আগে ইতিহাস ও ভূগোলের ওই শিক্ষক ক্লাসে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছিলেন এবং তাতে স্কুল কর্তৃপক্ষের কাছে বিভিন্ন অভিভাবক অভিযোগ করেছিলেন।

বুধবার প্যারিসের সরবনে ইউনিভার্সিটিতে নিহত শিক্ষক স্যামুয়েল প্যাটিকে সম্মান জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জমায়েত হয়েছিলেন প্রায় চারশ মানুষ।

শুরু থেকেই এ হত্যার ঘটনাকে ‘ইসলামী সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, আমরা কার্টুন ত্যাগ করব না। আর প্যাটি জীবন দিয়েছেন ইউরোপীয় গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধকে রক্ষা করতে গিয়ে। তিনি এ প্রজাতন্ত্রের মুখ।

ফ্রান্সে ঘোষণা দিয়ে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়। বিষয়টিকে তারা মতপ্রকাশের স্বাধীনতা বলে থাকে।

কিন্তু নিজের মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে অন্যের অনুভূতিতে আঘাত দেয়ার বিষয়টি আদৌ বিবেচনায় নেয়া হয় কিনা, তা প্রশ্নসাপেক্ষ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *