প্যারিস সহ অন্য ৮ শহরে ৪ সপ্তাহের কারফিউ জারি

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী শনিবার থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস ও এর উপকণ্ঠ সহ অন্য ৮টি শহরে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৪ সপ্তাহের জন্য কারফিউ জারি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমমানুয়েল ম্যাক্রন।

বুধবার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ আদেশ জারি করেন।
কারফিউভুক্ত অঞ্চলগুলোর নাম উল্লেখ করে তিনি বলেন,প্যারিস ও এর উপকণ্ঠ, গ্রেনোবল, লিল, লিয়ন, মার্সেই, মন্টপিলিয়ার, রুউন, সেইন্ট-এটিনে ও টুলুস এর আওতায় থাকবে।

ম্যাক্রন বলেন, কারফিউ চলাকালিন সময়ে বিশেষ কারণ ছাড়া রাত ৯টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বাড়ির বাইরে বের হওয়া যাবে না। এ সময়ে বিশেষ কারণ ছাড়া কাউকে বাইরে থাকা অবস্থায় পাওয়া গেলে তাকে ১৩৫ ইউরো (১৩ হাজার ৫০০ টাকা) জরিমানা এবং পুনরাবৃত্তি হলে এ অর্থ ১০ গুণের বেশি হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, নিজের বাড়িতেও একসঙ্গে ৬ জনের বেশি লোকসমাগম করা যাবে না। এবং এই জাতীয় অনুষ্ঠানে প্রতিরক্ষামূলক মুখোশ পরার আহ্বান জানান তিনি।

Originally posted 2020-10-15 05:29:51.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *