আমরা নিরপেক্ষ নয়। সদা সত্য, সুন্দর, ন্যায় ও মানবতার পক্ষে। যেখানে অন্যায়, অনাচার, অবিচার চোখে পড়বে সেখানেই চলবে আমাদের কলম। উদ্দেশ্য সুখি, সুন্দর, সমৃদ্ধশালী ও বিভেদহীন সমাজ বিনির্মাণের।