
সীমান্ত হত্যার প্রতিটি ঘটনা তদন্ত করবে ভারত : শ্রিংলা

বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিটি ঘটনা তদন্ত করার প্রতিশ্রুতি দিয়ে গেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। সর্বশেষ ঢাকা সফরে সীমান্ত হত্যার ঘটনা তদন্তের আশ্বাস দেন তিনি।
রোববার (২৩ আগস্ট) বিকেলে জাতীয় সংসদে এ সংক্রান্ত স্থায়ী কমিটিকে এসব কথা জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে হওয়া বৈঠকে এই প্রতিশ্রুতি পাওয়ার কথা জানিয়ে স্থায়ী কমিটিকে তিনি বলেন, হর্ষ বর্ধন শ্রিংলা ভারত সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছেন।
সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এর প্রধান মোহাম্মদ ফারুক খান গণমাধ্যমকে বলেন, পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে শ্রিংলা এটা স্বীকার করেছেন যে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার ব্যাপারে ভারতের নীতি থাকলেও এটা ঘটছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার প্রতিশ্রুতিও দিয়েছেন শ্রিংলা।
Originally posted 2020-08-24 08:40:07.