
জার্মান বিমান সংস্থা লুফথানসার ২২ হাজার কর্মী ছাঁটাই

জার্মান বিমান সংস্থা লুফথানসা কোভিড-১৯ মহামারীর লোকসান ঠেকাতে ২২ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়।
এই সংকট কালিন সময়ে সংস্থাটির অন্তত ১০০টি কম বিমান চলাচল করবে বলেও উল্লেখ করা হয়। সে কারণে কর্মী ছাটাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জনানো হয়।
বর্তমানে লুফথানসায় ১ লাখ ৩৫ হাজার জন কর্মরত আছেন। সেখান থেকে ১৬ শতাংশ ছাটাই করা হচ্ছে।
Originally posted 2020-06-11 22:01:29.