জাফরুল্লাহর ফুসফুসে সংক্রমণ, অনলাইন মেডিকেল বোর্ড গঠন

প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত গণস্বাস্থ্যের ট্রাস্টি, মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসে গুরুতর সংক্রমণ হওয়ায় একটি অনলাইন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এ বোর্ডে দেশি-বিদেশি চিকিৎসকরা রয়েছেন। এদিকে তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত অপরিবর্তিত।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৪টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।

তিনি জানান, দুপুর দেড়টার দিকে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেখে আসার পর তার চিকিৎসকরা এসব তথ্য জানিয়েছেন।

ফরহাদ আরও বলেন, করোনা ও ফুসফুসে গুরুতর সংক্রমণজনিত কারণে একটি অনলাইন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এ বোর্ডে দেশ-বিদেশের চিকিৎসকরা অংশ নিয়েছেন। তার সার্বিক অবস্থা স্থিতিশীল ও অক্সিজেন গ্রহণের মাত্রা আগের মতোই রয়েছে। তিনি খাবার খেতে পারছেন।

তিনি আরও বলেন, বোর্ড গঠনের কথা চিকিৎসকরা আজকেই আমাদের জানিয়েছেন। নিশ্চয়ই আজকেই তারা বোর্ড গঠন করছেন।

গত ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনায় আক্রান্ত হন। গত শুক্রবার থেকে তার শ্বাসকষ্ট বাড়ে। ওইদিন দুপুর থেকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে ডা. জাফরুল্লাহকে।

Originally posted 2020-06-09 19:07:13.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *