গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে আল্লামা শফি

হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ শফি গুরুতর অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৭ জুন) অসুস্থ অবস্থায় তাকে হাটহাজারী মাদ্রাসা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তাকে চমেকের আইসিইউ ইউনিটে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবির।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাইনুদ্দিন রুহী বলেন, ‘হুজুর বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। সন্ধ্যার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে উনাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এর আগে, গত ১১ এপ্রিল বার্ধক্যজনিত শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে হেফাজত আমির ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি হন। সুস্থ হলে গত ২৬ এপ্রিল তাকে চট্টগ্রামে ফিরিয়ে আনা হয়।

চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তার নমুনা পরীক্ষা করা হয়। তবে তিনি করোনা নেগেটিভ ছিলেন। তবে এখন তার শরীরে করোনার উপসর্গ নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Originally posted 2020-06-08 05:23:36.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *