
জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে জাস্টিন ট্রুডো

যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লোয়েড হত্যার প্রতিবাদ জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার রাজধানী অটোয়ায় পার্লামেন্টের সামনে হাটুগেড়ে বসে ‘নো জাস্টিস’, ‘নো পিস’ সমাবেশে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের তাক লাগিয়ে দেন তিনি।
কানাডায় পূর্বাঞ্চলে একজন আদিবাসী নারীকে পুলিশ গুলি করে হত্যা করার একদিন পরই তিনি ওই বিস্খোভে অংশ নেন।
এসময় ‘ট্রাম্পের হয়ে দাঁড়াও’ বলে বিক্ষোভকারীরা বর্ণবাদবিরোধী সমাবেশে ট্রুডোকে উদ্দেশ্য করে চিৎকার করেন। বিক্ষোভকারীদের ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ বলে স্লোগানের সময় ট্রুডো হাত তালি দিয়ে সমর্থন জানান।
জর্জ ফ্লয়েডের মৃত্যুকে ঘিরে কারফিউ উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গত ২৫শে মে ৪৬ বছর বয়স্ক কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড জাল নোট দিয়ে সিগারেট কিনছিলেন কি-না তা তদন্ত করতে একজন শ্বেতাঙ্গ পুলিশ ফ্লয়েডকে গ্রেপ্তার করে এবং মাটিতে শুইয়ে ফেলে বেশ কয়েক মিনিট ধরে তার হাঁটু দিয়ে ফ্লয়েডের ঘাড় চেপে ধরে রাখেন। সেখানেই তার মৃত্যু হয়
Originally posted 2020-06-06 15:51:53.