যত্রতত্র মাস্ক-গ্লাভস ফেললে ৩৫ ইউরো জরিমানা

গণপরিবহণে চলাচল করতে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের নির্দেশ দিয়েছে ফ্রান্স সরকার। কিন্তু সে মাস্ক ও গ্লাভস ব্যবহারের পর নির্ধারিত ডাস্টবিনে না ফেলে যত্রতত্র ফেললে তাকে ৩৫ ইউরো জরিমানা গুনতে হবে। যা বাংলাদেশ হিসেবে অন্তত ৩ হাজার টাকা।

এ সপ্তাহে প্যারিস ও তার পার্শবর্তী অঞ্চলে জরিপ চালিয়ে যত্রতত্র মাস্ক ও গ্লাভস পড়ে থাকতে দেখে প্রশাসনের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়।
নির্দেশনায় বলা হয়, পরিচ্ছন্নতা কর্মী, শিশু ও পথচারিদে করোনাভাইরাস থেকে রক্ষা করতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জরিপে দেখা গেছে, প্যারিসের আশপাশের অঞ্চলে শপিং মল, বাসের যাত্রী ছাউনি ও সরকারী স্থাপনার পাশে প্রচুর সংখ্যক ব্যবহৃত মাস্ক ও গ্লাভস পড়ে আছে। যা অন্যকে সহজেই সংক্রমিত করতে পারে। শিশুদের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক না হওয়ায় এটা তাদের জন্য খুবই বিপজ্জনক।

Originally posted 2020-06-05 03:21:26.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *