
প্যারিসে ছিনতাইকারীর হামলায় বাংলাদেশী যুবক নিহত

কর্মস্থল থেকে ফেরার পথে ছিনতাইকারীর হামলায় সোহেল রানা (৩৮) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন- ইন্না লিল্লাহি-ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
শনিবার গভীর রাতে প্যারিসের বাস্তিল এলাকায় তাকে আক্রমণ করে কয়েকজন ছিনতাইকারী। এসময় ভারি কিছু দিয়ে তার মাথায় প্রচণ্ড আঘাত করা হয়। পথচারীর সহায়তায় গুরুত্বর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার সকালে তিনি মারা যান।
সোহেল রানার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার খিদিরপুর গ্রামে। ফ্রান্সে তার স্ত্রী ও এক পুত্রসন্তান রয়েছে।
তার অকাল মৃত্যুতে ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।
এঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।