১৫ জুন সীমান্ত খুলে দেবে ফ্রান্স

সব ঠিক থাকলে আগামী ১৫ জুন থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের সঙ্গে যাতায়াত সহজ করতে সীমান্ত খুলে দেয়ার ইঙ্গিত দিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জনি ইয়ভসে লে ড্রিয়ান।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। তবে ফরাসি বা ইউরোপীয় ইউনিয়নের নাগরিক ব্যাতিত বাইরের দেশ থেকে কেউ ফ্রান্স ভ্রমণে এলে তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে বলে উল্লেখ করেন তিনি।

ড্রিয়ান বলেন, এসময়ে প্যরিসের প্রধান বিমানবন্দর-চার্লস-ডো গুল বিমানবন্দরে মানুষের শরীরের জ¦র পরিমাপের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন মেশিন ব্যবহার করা হবে। থাকবে সর্বাধুনিক ক্লোজ সার্কিট ক্যামেরা। এছাড়া পর্যায়ক্রমে জুনের শেষ দিকে অরলি বিমানবন্দরটি সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে জানান তিনি।

Originally posted 2020-05-19 22:54:46.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *