
স্থায়ী শান্তির জন্য তালেবানের সঙ্গে আলোচনায় রাজি মাসুদ

তালেবানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন আফগানিস্তানের পাঞ্জশিরের বিদ্রোহী নেতা আহমেদ মাসুদ। তিনি বলেছেন, জাতীয় প্রতিরোধ ফ্রন্ট (এনআরএফ) নীতিগতভাবে যুদ্ধের অবসান ঘটাতে এবং আলোচনা চালিয়ে যেতে সম্মত।
রবিবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এখবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বলা হয়, পাঞ্জশিরের যুদ্ধ শেষ করতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে আফগানিস্তানের ধর্মীয় পণ্ডিতদের ওলামা পরিষদ। আলোচনার মাধ্যমে সমঝোতা করতে অনুরোধ করেছেন তারা।
প্রতিরোধ ফ্রন্টের নেতা মাসুদ বলেছেন, স্থায়ী শান্তিতে পৌঁছানোর জন্য এনআরএফ শর্তসাপেক্ষে যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত। শর্ত হচ্ছে, তালেবানরা পাঞ্জশির ও আন্দরাবের উপর তাদের আক্রমণ এবং সামরিক চলাচল বন্ধ করবে।
পাঞ্জশিরে তালেবান এবং প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াইয়ের মধ্যে আশেপাশের এলাকা ছেড়ে পালাচ্ছে বেসামরিক মানুষ। পার্শ্ববর্তী পারওয়ান প্রদেশের বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক দিনের তীব্র লড়াইয়ের কারণে তাদের জীবনযাপন কঠিন হয়ে উঠেছে।
Originally posted 2021-09-06 03:53:21.