সৌদি বিমানবন্দরে হুথি বিদ্রোহীর হামলা

সৌদি আরবের আভা বিমানবন্দরে হামলার চেষ্টা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে সৌদির নিরাপত্তা বাহিনী বিস্ফোরক-বোঝাই ড্রোন ধ্বংস করেছে। এ সময় ছিটকে আসা ধ্বংসাবশেষের আঘাতে আহত হয়েছেন অন্তত ১২ জন। আহতদের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপাইনসহ বেশ কয়েকজন বিদেশি নাগরিক।

সৌদির জোট জানিয়েছে, সৌদির আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ইয়েমেন সীমান্তের কাছাকাছি আভা বিমানবন্দরে একটি বিস্ফোরকবোঝাই ড্রোন ধ্বংস করেছে । এ সময় বিমানবন্দরের আশেপাশে ধ্বংসাবশেষ পড়ে আহত হয়েছেন বিভিন্ন দেশের যাত্রী ও শ্রমিকরা।

এই হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এক টুইট বার্তায় হুথি গোষ্ঠী বলেছে, ‘ইয়েমেনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য তারা একটি বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেছে ও নাগরিকদের এই ধরনের অঞ্চল থেকে দূরে থাকতে সতর্ক করা হয়েছে।
এদিকে সৌদি সরকারি প্রেস এজেন্সি টুইটে বলেছে, সৌদি প্রতিরক্ষা বাহিনী আভা আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে চালানো একটি ড্রোন ধ্বংস করেছে।

এই হামলার জবাব সৌদি দেবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।</p



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *