সর্বোচ্চ রেকর্ড ব্রাজিলে, যুক্তরাষ্ট্রে ফের হাজারের বেশি মৃত্যু

নতুন কেন্দ্র ব্রাজিলে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। মহামারি শুরুর পর বুধবার (৩১মার্চ) দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যাও ভয়াবহ রূপ নিয়েছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রতি মৃত্যুর কমলেও গত একদিনে তা আবারও হাজার ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনায় হতাহতের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। ব্রাজিলে করোনায় গত একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৫০ জনের এবং একই সময়ে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ২০০ জন।

দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ২৫৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জন।

হামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ১১৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৭৫৬ জন। এখন পর্যন্ত করোনায় মোট সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ১১ লাখ ৬৬ হাজার ৩৪৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৬৫ হাজার ২৫৬ জন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৮ লাখ ২৭ হাজার ৪২৬ জন। আক্রান্ত হয়েছেন বিশ্বে ১২ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৪৪০ জন।

Originally posted 2021-04-01 09:59:00.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *