
সংলাপে বসছে ভারত-পাকিস্তান

সিন্ধুর পানি বণ্টন নিয়ে আলোচনায় বসতে চলেছে ভারত ও পাকিস্তান। মঙ্গলবার থেকে দিল্লিতে শুরু হবে দুদিনের এ বৈঠক। এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
দুই বছর পর আলোচনায় বসতে চলেছে প্রতিবেশী দেশ দুটি। সিন্ধুর পানি বণ্টন নিয়ে দুই দেশের বিশেষজ্ঞরা নিজেদের মতামত জানাবেন এই বৈঠকে।
পাকিস্তান জানায়, পার্মান্যান্ট ইন্ডাস কমিশনের ১১৬তম বৈঠকে যোগ দিতে ও পানিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য তাদের প্রতিনিধিদল ভারতে যাচ্ছে।
লাদাখে একাধিক জলবিদ্যুৎ প্রকল্প শুরু করেছে ভারত। এসব প্রকল্প নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান। সেই বিষয়েও আলোচনা হওয়ার কথা এ বৈঠকে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেন, চুক্তির আওতায় অনেক বিষয় রয়েছে। যেমন পাকাল দুল ও লোয়ার কালনাই হাইড্রোইলেকট্রনিক প্ল্যান্ট নিয়ে আগেই আমরা আমাদের আপত্তি জানিয়েছি। সেসব বিষয় নিয়ে এবার মুখোমুখি আলোচনা হবে।
Originally posted 2021-03-22 18:48:22.