
শপথ অনুষ্ঠানে ট্রাম্পের না আসার ঘোষণা

আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে উপস্থিত না থাকার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে বাইডেন জানিয়ে দিয়েছেন ট্রাম্পের এমন ঘোষণায় খুশি হয়েছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারে সাংবাদিকদের এমনটি জানান বাইডেন।
বাইডেন বলেন, আমি শুনেছি যে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তাকে দেখা শপথ অনুষ্ঠানে দেখা যাবে না। এটা ভালো যে তাকে দেখা যাবে না।
এ সময় বাইডেন আরো বলেন যে , ট্রাম্প আর প্রেসিডেন্ট পদে থাকার যোগ্য নন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প অন্যতম অদক্ষ প্রেসিডেন্ট বলেও মন্তব্য করেছেন বাইডেন।
Originally posted 2021-01-09 05:29:39.