
মালিতে বোমা বিস্ফোরণে ৩ ফরাসি সেনা নিহত

রাস্তায় পুতে রাখা বোমা বিস্ফোরণে সোমবার তিন ফরাসী সেনা নিহত হয়েছে। ফ্রান্স সরকার এই তথ্য জানিয়েছে।
ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, মালির হোমবরি প্রদেশে তাদের সাঁজোয়া যান রাস্তায় পুতে থাকা বোমার সঙ্গে লাগলে বিস্ফোরণ হয়।
ফ্রান্সের প্রেসিডেন্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সেনারা আফ্রিকার সাহেল অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ের লক্ষে এক সামরিক অভিযানে ছিল।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলি বলেছেন, সেনারা এমন এক যায়গায় কাজ করছিলেন যেখানে সন্ত্রাসী দলগুলো বেসামরিক লোকদের ওপর আক্রমণ চালাতো এবং অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি।
পশ্চিম আফ্রিকায় ফ্রান্স পাঁচ হাজারের বেশি সেনা মোতায়েন করেছে। ২০১৩ সালের পর থেকে এখন পর্যন্ত মালিতে ফ্রান্সের ৪৭ জন সেনা নিহত হয়েছে। আল জাজিরা, ভয়েস অফ আমেরিকা
Originally posted 2020-12-30 05:30:24.