
মার্কিন নাগরিকদের বাংলাদেশ সফরে সতর্কতা জারি

বাংলাদেশে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের মধ্যে মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।কোভিড সংক্রমণের মাত্রার ভিত্তিতে বিশ্বের দেশগুলোকে ৪টি আলাদা তালিকায় ভাগ করা হয়েছে। যেখানে বাংলাদেশকে রাখা হয়েছে ‘অতি উচ্চ’ লেভেল চারে।
বাংলাদেশ সফরের ক্ষেত্রে সিডিসির ওয়েবসাইটে দেয়া সতর্কতায় বলা হয়েছে, মার্কিনিদের উচিত বাংলাদেশে সকল প্রকার ভ্রমণ এড়িয়ে চলা। কারণ হিসেবে বলা হয়েছে, এই অবস্থায় বাংলাদেশ সফর করলে দুই ডোজ ভ্যাকসিন নেয়া মার্কিনিরাও করোনার নতুন ধরনে সংক্রমিত হতে পারেন।
এতে আরো বলা হয়েছে, যদি কাউকে বাংলাদেশ সফর করতেই হয়, তাহলে এর আগে অবশ্যই কোভিড ভ্যাকসিনের দুই ডোজ পূর্ণ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশ সফরের সময় মাস্ক পরতে হবে। যেকোনো ধরনের সমাবেশ ও ভিড় এড়িয়ে চলতে হবে এবং কমপক্ষে ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
করোনায় বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৭২ হাজার ৮৯১ জন মারা গেছেন। যদিও বর্তমানে দেশটিতে করোনা সংক্রমণ নিম্নমুখী।
Originally posted 2021-04-09 06:31:11.