
মধ্যপ্রাচ্য ও ইউরোপে রোজা শুরু মঙ্গলবার

আগামী মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে মধ্যপ্রাচ্য ও ইউরোপে শুরু হবে মাহে রমজান। রোববার সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, সৌদি আরবের জাতীয় চাঁদ দেখা কমিটি রোববার সন্ধ্যায় দেশটির কোনো অঞ্চলে মাহে রমজানের মাসের চাঁদ দেখতে পায়নি। এছাড়া সৌদির মতো মধ্যপ্রাচ্য ও ইউরোপের অন্যান্য দেশ যেমন সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।
জানা গেছে, রোববার সন্ধ্যায় সৌদির চাঁদ দেখা কমিটি খালি চোখে চাঁদ দেখার জন্য বৈঠকে বসেছিল। এর আগে সৌদির সর্বোচ্চ আদালত থেকে দেশের সকল মানুষকে যেকোনো অঞ্চল থেকে চাঁদ দেখার জন্য আহ্বান জানিয়েছিলেন।
বিশ্ব মুসলিম উম্মাহ’র জন্য রমজান মাস হচ্ছে অন্যতম একটি মাস। এ মাসটি ইসলামের অন্যতম একটি স্তম্ভও। বিশ্ব মুসলিমবাসী প্রতি বছর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র এ মাসটি পালন করে থাকে। ধনী-গরিব নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ তাদের সৃষ্টিকর্তার প্রতি অত্যন্ত ধৈর্যের এবং সংযমের সঙ্গে পুরো মাসটি কাটিয়ে থেকে। শাওয়াল মাসের চাঁদ দেখে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের মধ্য দিয়ে রমজানের পুরো মাসের আনন্দ উদযাপন করে।
Originally posted 2021-04-12 06:21:48.